শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কমেছে ব্রহ্মপুত্র তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কমেছে ব্রহ্মপুত্র তিস্তার পানি

ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ ও তিস্তার পানি কমেছে। তবে ভাঙন অব্যাহত রয়েছে। সম্প্রতি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি একাধিকবার বিপৎসীমা অতিক্রম করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলে গতকাল কোনো নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়নি। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত ছিল না এ অঞ্চলে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল ৯টার তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে হ্রাস পেয়ে ৫১ দশমিক ৫ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫০ সেন্টিমিটার। কাউনিয়া পয়েন্টেও পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে নদীর পানি কমার সঙ্গে সঙ্গে রংপুরে গঙ্গাচড়া, কাউনিয়া, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে।

সর্বশেষ খবর