শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দরপতনে সপ্তাহের শেষ দিনের লেনদেন

নিজস্ব প্রতিবেদক

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমায় সূচকও কমেছে শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের শেষদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এতে দুই বাজারেই সবকটি মূল্যসূচক কমেছে। তবে মূল্যসূচক কমলেও দুই বাজারেই বেড়েছে লেনদেন।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৯৯টির এবং ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৬৭ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ২৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের ৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে এক পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। দাম কমেছে ৬৮টির এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১০ কোটি ৫৩ লাখ টাকা।

সর্বশেষ খবর