শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাবিতে জাতীয়তাবাদী শিক্ষকদের এক দফা, সরকারের পদত্যাগ

রাবি প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক শাহেদ জামান, সাবেক সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কুদর-ই-জাহান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান, প্রচার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ। মানববন্ধনে ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, দেশে আজ সব দলের দাবি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন কিন্তু আওয়ামী লীগ চায় তাদের অধিনে নির্বাচন। ১৮ সালে প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দিনের ভোট রাতে করেছে। মানুষ এ সরকারকে আর বিশ্বাস করে না। আজ মানুষ চায় তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করতে।

তাই অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী বিএনপিপন্থি প্রায় অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

সর্বশেষ খবর