শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পিরোজপুরের চার আসামির মৃত্যুদন্ড

মানবতাবিরোধী অপরাধ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়া থানার চার আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত এ চার আসামি হলেন- আবদুল মান্নান হাওলাদার ওরফে আবদুল মান্নান ডিলার ওরফে মান্নান (৭৫), আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার (৬৭), মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (৬৮) ও নুরুল আমীন হাওলাদার। রায়ের সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান, সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম। এ মামলায় তদন্ত সম্পন্ন করে ২০১৮ সালের নভেম্বর মাসে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। ২০১৬ সালের ১২ এপ্রিল তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের কর্মকর্তা বদরুল আলম তদন্ত শুরু করেন। এরপর ৬ নভেম্বর তদন্ত শেষ হয়। তদন্ত শেষে এ মামলায় ৩৩ জনকে সাক্ষী করা হয়। আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট চারটি অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর