শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। বুধবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল দুদকের জনসংযোগ দফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১২ জুলাই দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. মনিরুজ্জামান বকাউল সই করা আদেশে ওই দুই কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে নেওয়া হয়। সেসময় যশোর সমন্বিত জেলা কার্যালয়ে ছিলেন সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। আর কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে ছিলেন উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। দুদক সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানাধীন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়। সম্প্রতি দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ঘুষ গ্রহণের অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর মোস্তাফিজুর রহমানকে পাবনা থেকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছিল। অন্যদিকে এক পুলিশ কর্মকর্তাকে মামলার ভয় দেখিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীর বিরুদ্ধে। গত ৯ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ওই পুলিশ কর্মকর্তার বোন রুমাইয়া শিরিন দাবি করেন, তার ভাই আলমগীর হোসেন বগুড়া জেলা পুলিশে গোয়েন্দা বিভাগে এসআই হিসেবে কর্মরত ছিলেন। আলমগীরের বিরুদ্ধে এক নোটিসের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। এরপর তিনি সম্পদের বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী যাচাইয়ের দায়িত্ব পান সুদীপ কুমার চৌধুরী। এরপর তিনি মামলার ভয় দেখিয়ে ৭ লাখ টাকা ঘুষ দাবি করেন। ভয়ে তিনি ৫ লাখ ৮০ হাজার টাকা ঘুষ প্রদান করলেও এতে সন্তুষ্ট না হয়ে মামলা করেন দুদক কর্মকর্তা। সুদীপ কুমার চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করার পর নিজেই সেই তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়ে আবার আগের টাকা দাবি করেন। ওই ঘুষ দাবির অডিও রেকর্ডসহ সুদীপ কুমার চৌধুরীর বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দেওয়া হয়।

এসআইয়ের বিরুদ্ধে মামলা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমান নামে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাবেক এক এসআইয়ের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, গত ১৮ জুলাই ওই এসআইয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুদক।

সর্বশেষ খবর