শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জাতিসংঘের দূতকে তলব অসন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে টুইটকে কেন্দ্র করে তাকে তলব করা হয়। সূত্র জানায়, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের উদ্বেগ প্রকাশ করে করা টুইটকে ভালোভাবে নেয়নি সরকার। গোয়েন লুইস বর্তমানে বাংলাদেশে না থাকায় ওই দায়িত্বে থাকা বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েটকে তলব করা হয়। এ সময় অসন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে সরকারের এমন প্রত্যাশার কথা জানিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর