শিরোনাম
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ভেজালবিরোধী অভিযান

ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বিভিন্ন এলাকায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র?্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাগুলোতে নকল পণ্যও পাওয়া যায়। ফলে তাদের সতর্ক করে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করে আদালত। সেই সঙ্গে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। গতকাল যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, অভিযানকৃত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী ও ভেজাল আয়ুর্বেদিক দ্রব্য মজুদ ও বিক্রি করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ টাকা, তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানাকে ২ লাখ ৬০ হাজার টাকা, আশা কসমেটিক্সকে ১ লাখ টাকা, মেসার্স কহিনুর ক্যাবলসকে ১ লাখ টাকা, তিতাস ক্যাবলসকে ২ লাখ টাকা ও হাবিব কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাস্ট্রিজ তাদের জরিমানা দিতে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানের আসিফ মিয়া, তুহিন, ইমরান হাসান, তাহসিম ও লাল্টু হাওলাদারকে ৬০ দিন করে কারাদন্ড দেওয়া হয়।

এ সময় জব্দকৃত ১ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী ও ভেজাল আয়ুর্বেদিক জব্দ ও ধ্বংস করা হয়। কারাদন্ড প্রাপ্তদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর