শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

টগি ফান ওয়ার্ল্ডে শুরু হলো লেজার ট্যাগ টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

টগি ফান ওয়ার্ল্ডে শুরু হলো লেজার ট্যাগ টুর্নামেন্ট

কিশোর-কিশোরীদের গেমিং লাইফকে সত্যিকারের এক্সপেরিয়েন্স দিতে টগি ফান ওয়ার্ল্ডে শুরু হয়েছে লেজার ট্যাগ টুর্নামেন্ট। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড লেভেল-১৮ তে ‘লেজার ট্যাগ টুর্নামেন্ট : ওয়ারিয়র সেভেন ট্যাগ নেস’ টুর্নামেন্ট শুরু হয়। এটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। আর এ টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ১ লাখ টাকা মূল্যের পুরস্কার জেতার সুযোগ পাবেন। টগি ফান ওয়ার্ল্ড আয়োজিত এ লেজার ট্যাগ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন রাজধানীর বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী অন্বেষা মল্লিক। তিনি বলেন, এখানে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। বিশেষ করে নিজেকে যোদ্ধা যোদ্ধা লাগে। মোবাইলের গেমটা তো পুরোটাই ভার্চ্যুয়াল। কিন্তু এখানে রিয়েল লাইফ। তাই এ খেলাটার মজাটাও ভীষণ রিয়েল। গেমে অংশ নিতে সিলেট থেকে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা নাওয়ার চৌধুরী। তিনি বলেন, টগি ওয়ার্ল্ডে অন্য গেমগুলোতে অংশ নিতে এসেই জানতে পারি এ টুর্নামেন্টের কথা। এর আগে একবার খেলেছি আর আজকে খেলছি। খেলাটা সত্যিই অনেক মজার। আর পুরো আয়োজন নিয়ে টগি ফান ওয়ার্ল্ডের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) অঙ্গন ফারিয়া বলেন, লেজার ট্যাগ হলো একটি থ্রিলিং গেম। এ খেলা খেলোয়াড়দের একে অপরের সঙ্গে যোগাযোগ করতে এবং সমন্বয় করে কাজ করতে সাহায্য করে। এটি একটি শারীরিকভাবে সক্রিয় খেলা, যা খেলোয়াড়দের শক্তিশালী ও ফিট রাখতে সাহায্য করে। একই সঙ্গে বিনোদন দেয়। তাদের উদ্বেগ ও চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে এ গেমটি। আমরা আশা করি, এ গেমটি আমাদের এখানে আরও জনপ্রিয় হয়ে উঠবে। লেজার ট্যাগ হলো এক ধরনের ইলেকট্রনিক খেলা, যেখানে দলগতভাবে বা প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। খেলোয়াড়রা লেজার বন্দুক ব্যবহার করে একে অপরকে আঘাত করে। যে দলটি সবচেয়ে বেশি খেলোয়াড়কে আঘাত করতে পারে তারা খেলায় জয়ী হয়। লেজার ট্যাগ খেলার জন্য একটি বিশেষ জায়গা প্রয়োজন। এ জায়গাটি সাধারণত একটি বড় ঘর বা একটি খোলা মাঠ হয়। জায়গাটিতে বিভিন্ন ধরনের বাধা থাকে, যেমন- দেয়াল, মেঝে ও ছাদ। বাধাগুলো খেলোয়াড়দের একে অপরের থেকে লুকিয়ে থাকতে ও আক্রমণ করতে সাহায্য করে। লেজার ট্যাগ খেলার জন্য বিশেষ লেজার বন্দুক ব্যবহার করা হয়। এ বন্দুকগুলো সাধারণত ছোট ও হালকা। বন্দুকগুলোতে একটি ব্যাটারি থাকে, যা বন্দুকটিকে পরিচালিত করে এবং লেজার রশ্মির সৃষ্টি করে। আর বন্দুকগুলোতে একটি লেজার মডিউল থাকে, যা লক্ষ্যকে আঘাত করে। এ খেলাটি জনপ্রিয় খেলা, যা সব বয়সের মানুষ খেলতে পারে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর