শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা মানবাধিকারবিরোধী : ইয়ুথ ফোরাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করে কোনো লাভ নেই। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা হবে মানবাধিকারবিরোধী কাজ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম ‘রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক সমাবেশের আয়োজন করে। ইয়ুথ ফোরাম সভাপতি সাইদূর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর