শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মামুনুল হকের মুক্তি দাবিতে গণসমাবেশ কর্মসূচি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি দাবিতে দলের পক্ষ থেকে ঢাকায় গণসমাবেশসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির আমির ইসমাঈল নুরপুরী এ কর্মসূচি ঘোষণা করেন। দলের দাবিগুলো হচ্ছে- নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ।

ঘোষিত কর্মসূচি হচ্ছে- ৪ আগস্ট দেশব্যাপী মানববন্ধন, ২৬ আগস্ট ঢাকায় আলোচনা সভা, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় সমাবেশ, ৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও ৭ অক্টোবর ঢাকায় গণসমাবেশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর