শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তিন দিনে ভারতীয় ভিসা পাবেন ক্যান্সার আক্রান্তরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চিকিৎসা ও ভ্রমণে ভারতীয় ভিসা পেতে প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি মানুষ আবেদন করেন রাজশাহী আইভ্যাক সেন্টারে। তবে যারা ক্যান্সার চিকিৎসায় ভারতে যেতে চান, তাদের মাত্র তিন দিনে ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন। মানবিক বিবেচনায় এমন উদ্যোগ বলে জানিয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন।

রাজশাহীর সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানান, বর্তমানে ভ্রমণ ভিসার জন্য প্রচ  ভিড়। এ কারণে ভ্রমণ ভিসা পেতে কিছুটা সময় লাগছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে মানবিক বিবেচনায় এবং রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজনে ক্যান্সার আক্রান্তদের তিন দিনের মধ্যে ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ১৫ দিনের মধ্যে ভ্রমণ ভিসা দেওয়ার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর