শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হাসপাতালে অধ্যাপক তাহের হত্যার ফাঁসির আসামি ড. মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন অধ্যাপক ড. এস তাহের হত্যায় ফাঁসির দন্ড পাওয়া আসামি ড. মিয়া মো. মহিউদ্দিন। গতকাল সকাল ৭টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎকরা। আগামী কয়েক দিনের মধ্যে তার ফাঁসির রায় কার্যকরের কথা আছে।

ড. মহিউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। একই বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে তিনি এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করাসহ হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে মহিউদ্দিনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর