শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জামদানি উৎসবে হারানো দিনের গান

সাংস্কৃতিক প্রতিবেদক

জামদানি উৎসবে হারানো দিনের গান

হারানো দিনের গান হৃদয়ের গহিনে দাগ কেটে যায়। স্বর্ণালি সুরে দর্শক-শ্রোতারা হারিয়ে যান নস্টালজিয়ায়। কথা, সুর ও গায়কীর অনন্যতায় ষাটের দশক মূর্ত হয়ে উঠল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারির লবির উন্মুক্ত মঞ্চে। এমন দৃশ্যকল্পই চিত্রিত ছিল পিকেএসএফের অর্থায়নে সেবা নারী ও শিশুকল্যাণ কেন্দ্র আয়োজিত ১১ দিনের জামদানি উৎসবের তৃতীয় দিনের সাংস্কৃতিক আয়োজনে। গতকাল ছুটির দিনের সন্ধ্যায় প্রচ- ভিড় নামে জামদানি প্রদর্শনীর গ্যালারিতে। আবহমান বাংলার শেকড়ের ঐতিহ্য জামদানির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি জামদানির সঙ্গে নিজেদের স্মৃতিময় করে রাখার জন্য সেলফি তুলতেও ভোলেননি গ্যালারিতে আগত দর্শনার্থীরা। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী ইবনে রাজন পরিবেশন করেন মান্না দের কালজয়ী গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। এরপর তিনি গেয়ে শোনান ময়ূরকণ্ঠী রাতেরও নীলে, মোর স্বপ্নের রানী হবে এসো কাছে, নিঝুম সন্ধ্যায়, তুমি এসেছিলে পরশু, খুব জানতে ইচ্ছে করে-সহ কালজয়ী বিভিন্ন গান। শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে নেমে আসে পিনপতন নীরবতা। মুহুর্মুহু করতালিতে আসরকে মাতিয়ে তোলেন দর্শক-শ্রোতারা। সংগীতানুষ্ঠান উপভোগের পাশাপাশি গ্যালারিতে জামদানির সৌন্দর্য উপভোগ করেন দর্শক।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি। ২৯ জুলাই শেষ হবে ১১ দিনের এই প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর