রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বরিশালে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি কমেছে। তবে তিনটি নদীর পানি গতকালও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বরিশাল পাউবো হাইড্রোগ্রাফি বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল দুপুরে ভোলার তজুমুদ্দিনে সুরমা ও মেঘনা নদীর পানি আগের দিনের চেয়ে কিছুটা কমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। অপরদিকে পিরোজপুরে বলেশ্বর নদীর পানি আগের দিনের মতো বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া দৌলতখান পয়েন্টে সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে, মীর্জাগঞ্জ পয়েন্টে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝালকাঠি পয়েন্টে বিষখালী নদীর পানি ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে, একই নদীর পানি পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

আগামী কয়েকদিনে নদীর পানি আরও কমবে বলে ধারণা করছেন বরিশাল পাউবো কর্মকর্তারা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর