রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঘটনা ছাড়াই মিরসরাইয়ে মামলা দিয়ে হয়রানির অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির নেতা-কর্মীদের একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, কোনো রকম ঘটনা ছাড়াই মিরসরাই ও জোরারগঞ্জ থানায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এসব মামলা বিএনপির আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য করা হচ্ছে।  জানা গেছে, গত বুধবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা, মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টির অভিযোগ করে বারৈয়ারহাট বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন যুবলীগ কর্মী রাসেল মিয়া। পরের দিন বৃহস্পতিবার ওয়াহেদপুর এলাকায় যুবলীগের দুই কর্মীকে মারধর ও মোটরবাইক পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরেকটি মামলা করেন যুবলীগ কর্মী সাজ্জাদ হোসেন সজীব।

মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর