সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শেবাচিমে ডেঙ্গুর রেকর্ড

এডিস লার্ভা ধ্বংসে দৃশ্যমান কার্যক্রম নেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিমে ডেঙ্গুর রেকর্ড

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যায় প্রতিদিন নয়া রেকর্ড হচ্ছে। সব শেষ গতকালের রিপোর্ট অনুযায়ী শনিবার এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০৫ জন। যা চলতি মৌসুমসহ সাম্প্রতিক বছরে সর্বোচ্চ চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড। এর আগে শুক্রবার ১৯০ জন, বৃহস্পতিবার ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। এদিকে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি হলেও বরিশাল নগরীতে এডিসের লার্ভা শনাক্ত কিংবা মশা নিধনের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে দিয়ে মশক নিধনের চেষ্টা করা হলেও কাজের কাজ তেমন কিছু হচ্ছে না।

হাসপাতালের বর্ধিত ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ওইসব ফ্লোরে রোগীর সংকুলান হচ্ছে না। এ পরিস্থিতিতে ভবনের নিচতলা ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গু রোগী আরও বাড়তে পারে ধারণা করে ওই ভবনের নিচ তলাও প্রস্তুত রাখা হয়েছে। অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর জন্য গতকালও মন্ত্রণালয়ে কথা বলেছেন জানিয়ে পরিচালক বলেন, ওই যন্ত্রগুলোর এই মুহূর্তে সাপ্লাই নেই। সাপ্লাই এলে যন্ত্র পাওয়া যাবে। এদিকে ডেঙ্গুর প্রকোপ দিনদিন বাড়লেও বরিশাল নগরীতে এডিসের লার্ভা শনাক্ত করা কিংবা এডিস মশা নিধনের তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুরুল ইসলাম খান শুভ্র জানান, এডিসের লার্ভা শনাক্ত কিংবা লার্ভা ধ্বংস করার মতো প্রযুক্তি সিটি করপোরেশনে নেই। প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ দেখা দিলে ঢাকার আইসিডিডিআরবি থেকে বিশেষজ্ঞ দল আসে। তারা লার্ভা সন্ধান করে ধ্বংস করে। এবার তারা কোনো যোগাযোগ করেনি। তবে সিটি করপোরেশন নিয়মিত মশক নিধনসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে যাচ্ছে বলে তিনি জানান। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজাউল কবীর জানান, ১১টি ফগার মেশিন এবং ৮০টি হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে ৩০টি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন তিনটি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম চলছে। এ ছাড়া শহরের বর্জ্য এবং ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখার কাজ চলছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর