সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আরেকটি পাতানো নির্বাচন করতে চায় সরকার : ইসলামী আন্দোলন

পিরোজপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বর্তমান অবৈধ সরকার সংবিধানের দোহাই দিয়ে আরেকটি পাতানো নির্বাচনের আয়োজন করতে চায়, কিন্তু তা কোনোভাবেই করতে দেওয়া হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করা হবে। ক্ষমতাসীনরা রাজনীতিকে অবৈধ আয়ের উৎস বানিয়েছে।’

গতকাল বিকালে পিরোজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার প্রমুখ, সহসভাপতি মুহাম্মাদ নজরুল আহসান, সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ সুলাইমান মিয়া, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর