সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বরিশাল বিভাগের সব নদীর পানি কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগের সব নদীর পানি কমেছে। গতকাল সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের এক পরিসংখ্যানে জানানো হয়, গতকাল দুপুরে ভোলার দৌলতখান পয়েন্টে সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার (২.৭৫ মিটার) ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং তজুমুদ্দিন পয়েন্টে এই দুই নদীর পানি বিপৎসীমার (২.২২ মিটার) ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে পিরোজপুরের বলেশ্বর নদীর পানি গতকাল বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝালকাঠি পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং একই নদীর পানি পাথরঘাটা পয়েন্টে ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং হিজলায় ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া অন্যান্য নদীর পানি আগের চেয়ে অনেক কমেছে বলে পানি উন্নয়ন বোর্ডের ওই পরিসংখ্যানে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর