সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অভিযোগকারীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : সুপ্রিম পার্টি

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে মনোনীত বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যানের বিরুদ্ধে আত্মসাতের উদ্দেশ্যে সম্পত্তি দখল করে বিএসপির কার্যালয় স্থাপনের অভিযোগ মিথ্যা, বিভ্রান্তিকর, কাল্পনিক, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বলে উল্লেখ করেছেন দলটির অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আল আজহারী। যারা অভিযোগ করেছেন তারা প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে বিএসপি আইনি ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ার করেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি করেন তিনি। এ সময় দলের দফতর সম্পাদক ইব্রাহিম মিয়া বলেন, নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য সম্বলিত চিঠি দিয়ে নিবন্ধন বাতিলের দাবি গুরুতর অভিযোগ। নির্বাচন কমিশন পাঁচবার তদন্ত করেছে। এসব অভিযোগ করে তো নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়াসহ আরও উপস্থিত ছিলেন আসলাম হোসাইন, মনির হোসেন, শোহাগ শেখ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর