সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গ্যাসলাইন বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন লিকেজে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টায় পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকার একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ আলম, রমজান আলী ও সিফাত। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই একই হোসিয়ারির রং মিস্ত্রি। রাতে ঘরের ভিতর হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে তিনজন গুরুতর দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারা সবাই কুমিল্লার বাসিন্দা।  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ এবং সিফাত ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর