শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলেও অদৃশ্য শক্তির কারণে পারছে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলেও অদৃশ্য শক্তির কারণে পারছে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারা (বিএনপি) নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে আসতে পারছে না। সচিবালয়ে গতকাল তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যের মধ্যেই স্পষ্ট, তারা নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু তাদের নেতৃত্ব কোনো অদৃশ্য শক্তির কারণে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না। অদৃশ্য থাবা থেকে মুক্ত হয়ে বিএনপিকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি তাদের অনুরোধ জানাই। ‘সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করে বিরোধী দলকে দমন এবং জনগণের অধিকার হরণের চেষ্টা করছে’ বিএনপি মহাসচিবের এ বক্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন ৫০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত।

 এখন বাংলাদেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। মির্জা ফখরুলের উচিত সরকারকে ধন্যবাদ জানানো। ভিডিও কনফারেন্সে পরিবারের সঙ্গে কথা বলা, দলের চেয়ারম্যানের সঙ্গে মিটিং করা এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। আমরা চাই বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশ নিক। অথচ একদিকে তারা বলছে নির্বাচনে যাবে না, আবার বলছে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখবে। আগামী ২৮ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় আরও একটি পর্যবেক্ষক দলের ঢাকায় আগমন উপলক্ষে তিনি বলেন, প্রতিনিধি দল আসতেই পারে। নির্বাচন কেমন হবে সেটি দেখার আগ্রহ তারা প্রকাশ করছে। আমরাও চাই তারা আসুক। তিনি আরও বলেন, নির্বাচনী পরিস্থিতি ভালো। তবে নির্বাচনী পরিবেশ কেউ নষ্ট করছে কি না সেটি দেখার বিষয়। নির্বাচন প্রতিহতের ঘোষণা নির্বাচনী পরিবেশ নষ্টের শামিল। নির্বাচন যে কেউ বর্জন করতে পারে কিন্তু নির্বাচন প্রতিহত করার অধিকার কারও নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর