মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এমন নৈরাজ্য পৃথিবীর অন্য কোনো আদালত প্রাঙ্গণে দেখা যায়নি

-অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশ করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসেছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। এ সময় তারা (বিএনপিপন্থি আইনজীবীরা) প্রতিনিধি দলের গাড়ির ওপরে উঠে পড়েন। এমন নৈরাজ্য পৃথিবীর অন্য কোনো আদালত এলাকায় দেখা যায়নি। পৃথিবীর কোনো দেশের আদালতে ইইউ প্রতিনিধি এলে এ রকম অসভ্য আচরণ করে না। গতকাল বাংলাদেশ ল’ ইয়ার্স সাইবার গিল্ডের আত্মপ্রকাশ উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ কে এম ফয়েজের সভাপতিত্বে ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট আবদুন নুর দুলাল, সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক প্রমুখ।

অ্যাটর্নি জেনারেল বলেন, কোর্ট প্রাঙ্গণে তারা যে নৈরাজ্য করেছে, তা বাংলাদেশসহ সারা বিশ্ব দেখবে। তাদের কোনো হাল নেই। তাদের কোনো কমিটি নেই। এ জন্য তারা হয়তো নির্বাচনে যাবে না। নির্বাচনে গেলে তারা এগুলো করত না। তিনি আরও বলেন, আমরা সুপ্রিম কোর্ট তথা সারা বাংলাদেশের আইনজীবীদের সম্মান রক্ষা করব। আমরা আইনজীবীরা কোনো সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হব না। আমরা মৌলিক অধিকার হরণ রক্ষায় কাজ করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর