মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৫তম জন্মদিন আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৫তম জন্মদিন আজ

বরেণ্য শিক্ষাবিদ বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৫তম জন্মদিন আজ। ১৯৩৯ সালের এদিনে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬১ সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে শিক্ষকতা জীবন শুরু করে সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন তিনি। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনা করতেন। ১৯৭৮ সালে তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ১৯৭০-এর দশকে টিভি উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন তিনি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৪ সালে আবদুল্লাহ আবু সায়ীদ রামোন ম্যাগসেসে পুরস্কার পান। ২০০৫ সালে শিক্ষায় একুশে পদক, প্রবন্ধে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। তাঁর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আজ দুপুর ১২টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর