মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সেই বাসের সুপারভাইজার গ্রেফতার

ঝালকাঠির সড়ক দুর্ঘটনায় ১৭ মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারা বাস পুকুরে উল্টে ১৭ যাত্রী নিহতের ঘটনায় সুপারভাইজারকে গ্রেফতার করেছে র‌্যাব। দুর্ঘটনার দুই দিন পর গতকাল বিকাল পৌনে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব-৮-এর সিপিএসসির কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন। গ্রেফতার সুপারভাইজার হলেন মো. ফয়সাল ওরফে মিজান। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে। উল্লেখ্য, শনিবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দায় বাশার স্মৃতি পরিবহনের বাসটি পুকুরে পড়ে ১৭ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৩৫ জন। ঘটনার পরপরই চালক, চালকের সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। র‌্যাব জানায়, দুর্ঘটনার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুপারভাইজার মিজানের অবস্থান শনাক্ত করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেছে। মিজানকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর