বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধি দলের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিকবিষয়ক কমিশন প্রতিনিধি দলের (এসক্যাপ) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিনিধি দলটি ভারত থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বন্দরে আসে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের পাশাপাশি ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন বন্দরের আমদানি-রপ্তানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। জাতিসংঘের অর্থনৈতিক কমিশন এসক্যাপের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান মিকাকো বৈঠকে নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স অনুবিভাগের পরিচালক আরিফুর রহমান।  বৈঠকে আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণে অবকাঠামো উন্নয়নে কী ধরনের পরিকল্পনা নেওয়া যায় এবং তা বাস্তবায়নে প্রতিনিধি দলটি আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর