বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আড়াই বছর পর রাবির সেই নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাবি প্রতিনিধি

আড়াই বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিয়োগ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির কারণে ২০২০ সালের ১০ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, রাবি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে জারি করা নিয়োগ স্থগিতাদেশ করা হলো। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম জানান, নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এর আগে, ২০২০ সালের ১০ ডিসেম্বর নিয়োগ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগে স্থগিতাদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের বিরুদ্ধে নিয়োগ নীতিমালা শিথিল ও অবৈধভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। এসব ঘটনা কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ কার্যক্রম স্থগিত করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর