বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বুয়েটের সিন্ডিকেট সদস্য হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট সদস্য হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোননয়ন পেয়েছেন দেশের ছয়জন বিশিষ্ট নাগরিক। এদের মধ্যে রয়েছেন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউটেন্টস অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য অধ্যাপক ডাক্তার শাহ আবদুল লতিফ, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্ত,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফ মিয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাদেশ, বাংলাদেশ (অ্যাডাপটেশন অব ইউনিভার্সিটি ল’জ) অর্ডিন্যান্স এবং প্রথম সংবিধান অনুসারে ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর