বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সৌরবিদ্যুৎ প্রকল্পে বড় চ্যালেঞ্জ জমি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছু সুনির্দিষ্ট চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এ জন্য প্রচুর জমির প্রয়োজন হয়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে বড় আকারে সোলার প্রকল্প বাস্তবায়ন করা দুরূহ। প্রযুক্তির অবাধ বিনিময় ও গবেষণার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যেতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। গতকাল আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সোলার ইরিগেশন, পাম্প, সোলার লাইট, সোলার ড্রিংকিং ওয়াটার সিস্টেম, সোলার মিনি গ্রিড, বায়োমাস প্ল্যান, বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ ইত্যাদি খাতে ব্যাপক কাজ করার সুযোগ আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর