বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিক পেটানোর হুমকি, ব্যবস্থা নিতে ইসি আহসান হাবিবের ইউ নোট

নিজস্ব প্রতিবেদক

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন ঘিরে সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইউ নোট দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। নোটে তিনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। গতকাল এই নির্বাচন কমিশনার সিইসি বরাবর দেওয়া একটি অনানুষ্ঠানিক পত্রে (ইউ নোট) এ অনুরোধ জানান। সূত্র জানিয়েছেন, সিইসির পাশাপাশি নির্বাচন কমিশনারদেরও এ চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম ১৬ জুলাই স্থানীয় একজন গণমাধ্যমকর্মীকে রিটার্নিং কর্মকর্তার সামনে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। চিঠিতে বলা হয়, রিটার্নিং অফিসারের সঙ্গে সাংবাদিকদের সভা চলাকালে হঠাৎ ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাকক্ষে প্রবেশ করে উপস্থিত একজন সংবাদকর্মীকে হুমকি প্রদান বা অসৌজন্যমূলক আচরণ জনপ্রতিনিধির কাছ থেকে মোটেও কাম্য নয়। একজন জনপ্রতিনিধির এ ধরনের ঔদ্বত্যপূর্ণ আচরণ কমিশনের জন্যও বিব্রতকর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর