বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা
খুলনা

বিএনপি নেতারা আগে ভাগেই ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে খুলনার তৃণমূল নেতা-কর্মীরা আগেভাগেই ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাত থেকেই নানা কৌশলে তারা ঢাকায় ঢুকে সুবিধাজনক স্থানে অবস্থান নেন। মহাসমাবেশে খুলনা বিএনপির বিবদমান দুই পক্ষই যোগ দিচ্ছে। খুলনা মহানগরী বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার নেতৃত্বে নেতা-কর্মীরা মঙ্গলবার রাত থেকে ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে নগরীর সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিএনপির আরেক পক্ষ গতকাল দুপুরের পর ঢাকায় পৌঁছে। কৌশলগত কারণে ছোট গ্রুপে বিভিক্ত হয়ে নেতা-কর্মীরা ঢাকায় যাচ্ছেন। জানা যায়, খুলনায় সর্বশেষ ১৭ জুলাই বিএনপির তিন অঙ্গসংগঠনের বিভাগীয় তারুণ্যের সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি সংগঠনকে চাঙা করে তোলে। এর আগে ২০২২ সালের ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশেও বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ঘটাতে সক্ষম হয় দলটি। ফলে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ঢাকার মহাসমাবেশ কেন্দ্র করে চ্যালেঞ্জিং মনোভাব গড়ে উঠেছে। সাবেক নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘যেহেতু মহাসমাবেশ একটি চ্যালেঞ্জিং প্রোগ্রাম, এ কারণে নেতা-কর্মী সবাইকে আমরা আসতে বলেছি। সবাই মোটামুটি সমাবেশে অংশ নেবেন।’ তিনি বলেন, ‘ঢাকার শান্তিনগরে বৃহস্পতিবার জড়ো হয়ে সবাই একত্রে সমাবেশস্থলে যাব।’

নগর বিএনপি আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘পথে পথে বাধা-হয়রানির আশঙ্কায় নেতা-কর্মীরা আগেভাগেই ঢাকায় পৌঁছেছেন। ঢাকায় সুবিধামতো জায়গায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় সবাই একত্র হয়ে অথবা আলাদাভাবে মহাসমাবেশে যোগ দেবেন।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর