বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ব্যাংকের টাকা আত্মসাৎ, ম্যানেজারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জাল কাগজপত্র তৈরি করে ভুয়া ঋণগ্রহীতা ও জামিনদার দেখিয়ে ৩১ লাখ ৬৫ হাজার ৬০২ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ে ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, এইচ এম বদরুদ্দৌজা (বর্তমানে বরখাস্তকৃত) ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ৯ মার্চ পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংক রাঙামাটি শাখার ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি চট্টগ্রামের বাঁশখালীর মুহাম্মদ মনছুর আলম নামে এক ব্যক্তির যোগসাজশে ওই টাকা আত্মসাতের ঘটনা ঘটান। বদরুদ্দৌজা তার অধিক্ষেত্রের বাইরে ৭০ জন প্রবাসীর মাঝে ৫৩ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করেন। এর মধ্যে ২২ লাখ ৪ হাজার ৩৯৮ টাকা আদায় করা হয়েছে। ঋণ বিতরণ সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই তিনি ভুয়া ঋণগ্রহীতার মাঝে ঋণ বিতরণ করেছেন। এ সময় তিনি বিভিন্ন ব্যক্তিকে একাধিক ঋণের জামিনদার করেন। আরেক আসামি মুহাম্মদ মুনছুর আলম নিজেই ৯টি ঋণের জামিনদার হয়েছেন। একই ব্যক্তিকে একাধিক ঋণের জামিনদার দেখিয়ে ঋণ দেওয়া ব্যাংকের নিয়মাচারের লঙ্ঘন। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিট টিম ২০১৭ সালের ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্যাংকটির রাঙামাটি শাখায় বিশেষ নিরীক্ষা করেন। নিরীক্ষাকালে বদরুদ্দৌজার বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিনদার এবং ভুয়া ঋণগ্রহীতা দেখিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ৪৯ লাখ ৪৭ হাজার ৪৭৪ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর