বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আইনজীবী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আইনজীবী ওমর ফারুক বাপ্পি হত্যা মামলায় দুজনের মৃত্যুদ  এবং তিনজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদ প্রাপ্তরা হলেন- রাশেদা বেগম ও হুমায়ুন রশিদ। আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- আল আমিন, আকবর হোসেন রুবেল প্রকাশ সাদ্দাম এবং মো. পারভেজ আলী। চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো জসিম উদ্দিন গতকাল এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পিপি মো. আবদুর রশিদ বলেন, বাপ্পি হত্যা মামলায় মোট ৩২ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আদালত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে দুজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন কারাদন্ড এবং একজন আসামিকে খালাস দিয়েছেন।  আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের বাসা থেকে বাপ্পির লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আইনজীবীর বাবা আলী আহমদ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। ২০১৮ সালের ৪ এপ্রিল ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ। ২০২০ সালের ১৫ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর