বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রবাসীদের নিরাপত্তা দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

পুলিশ ও দুর্বৃত্তের গুলিতে সাম্প্রতিক সময়ে তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে কর্তৃপক্ষের সীমাহীন নির্লিপ্ততার নিন্দা ও প্রতিবাদ এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার নিউইয়র্কে যৌথভাবে মানববন্ধন করল ‘যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এবং ‘মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরাম’। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের সভাপতি আশরাব আলী খান লিটন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সন্তান-প্রজন্ম ফোরামের মাহমুদুল হাসান, আবদুল আওয়াল মিন্টু প্রমুখ। প্রবাসী বাংলাদেশিরা ন্যায়বিচার থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন এ মানববন্ধনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। তিনি অভিযোগ করেন, অথচ বাংলাদেশের মানবাধিকার আর আইনের শাসন নিয়ে মার্কিন প্রশাসনের মাতব্বরির শেষ নেই। খবরদারি করা হচ্ছে গোটা দুনিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। নিজের চেহারা আয়নায় দেখে মার্কিন প্রশাসনের উচিত অন্যের সমালোচনা করা। এ সময় স্লোগান ওঠে ‘নো জাস্টিস, নো পিস’, ‘ইয়াজউদ্দিন হত্যার বিচার চাই’ ইত্যাদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর