বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় গান ও কবিতার অন্যরকম পরিবেশনা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় গান ও কবিতার অন্যরকম পরিবেশনা

কবিতা ও গানের যুগলবন্দি পরিবেশনায় শ্রাবণের সন্ধ্যাকে মোহনীয় করে তুলেছিলেন দুই সাংবাদিক। মাছরাঙা টিভির রিপোর্টার মৌ মিতা জান্নাতের কবিতার দীপ্ত উচ্চারণ আর ডিবিসি টিভির রিপোর্টার ডি এ সৌরর সুরের মূর্ছনায় গান ও কবিতার এই আসরে উষ্ণতার পরশ বয়ে যায়।

১১ দিনের জামদানি প্রদর্শনীর অষ্টম দিনের সাংস্কৃতিক আয়োজন গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সাত নম্বর গ্যালারির লবির উন্মুক্ত মঞ্চে এমন শৈল্পিক দৃশ্য মূর্ত হয়ে উঠেছিল।

অনুষ্ঠানে সৌর গেয়ে শোনান- হয়তো আকাশ, নীল শাড়ি, সকালে উঠে, নয়নতারা, জবাবদিহিটা কাকে? ইত্যাদি গান। ধ্রুব এষের লেখায় প্রতিটি গানের সুর করেছেন সৌর নিজেই। কবিতা-পর্বে মৌমিতা জান্নাত আবৃত্তি করেন- সুবোধ সরকারের ‘শাড়ি’, কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’, জয় গোস্বামীর ‘বেনীমাধব’, বুদ্ধদেব বসুর ‘চিলকায় সকাল’ ইত্যাদি। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব শ্রেণির দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। ২৯ জুলাই শেষ হবে ১১ দিনের এই প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর