শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
আদালতে শুনানি

সভাপতি হিসেবে বরিশাল ক্লাবে সভা করতে পারবেন মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের অভিজাত শ্রেণির বিনোদন কেন্দ্র বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহর বিশেষ সাধারণ সভা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সভাপতি হিসেবে মেয়রের পদের বৈধতা চ্যালেঞ্জ এবং আগামীকাল ২৯ জুলাই ক্লাবের বিশেষ সাধারণ সভা আহ্বানের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ তথ্য জানান তারা। গতকাল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান দুই পক্ষের আইনজীবীদের শুনানি গ্রহণ করেন। মেয়র সাদিকের পক্ষে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুস, সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল, অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব এবং আবেদনকারীর পক্ষে আজাদ রহমান ও সাইদুল ইসলাম শুনানি করেন। শুনানি শেষে ক্লাব সভাপতির আইনজীবী, জেলা ও আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল সাংবাদিকদের বলেন, বরিশাল ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানে কোনো বারণ নেই বলে আদেশ দিয়েছেন আদালত। তবে সভাপতি পদে মেয়র সাদিক আবদুল্লাহর বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের বিষয়ে আদালত পরে আদেশ দেবেন। কোম্পানি আইন অনুযায়ী ক্লাব সভাপতির পদ চ্যালেঞ্জ করে করা আবেদনের নিষ্পত্তি করার এখতিয়ার এই আদালতের নেই। এই আবেদনের নিষ্পত্তি উচ্চ আদালতে হতে পারে। বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে আর্থিক ক্ষতিসাধন এবং ক্লাব পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ১৩ জুলাই আদালতে একটি মামলা (দেওয়ানি মামলা নম্বর-৩৬৮/২০২৩) করেন ক্লাবের সদস্য মফিজুর রহমান চৌধুরী। মামলার অপর বিবাদী করা হয় ক্লাব সেক্রেটারিকে।

এদিকে ক্লাব সভাপতি গত ১৪ জুলাই আগামী ২৯ জুলাই বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। আগের আবেদনের শুনানি বিলম্বিত হওয়ায় ওই মামলার বাদী ১৬ জুলাই পৃথক আবেদনে সভাপতির আহ্বান করা ২৯ জুলাইয়ের সভার বিষয়ে স্থগিতাদেশ চান। ১৮ জুলাই আদালত ওই মামলার বিবাদীকে কেন তার সভাপতির পদ অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন ২৯ জুলাইয়ের বিশেষ সাধারণ সভার ওপর স্থগিতাদেশ দেওয়া হবে না তা ১০ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। গতকাল এ দুটি বিষয়ের ওপর শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর