শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষক পরিচয়ে হাতিয়ে নিয়েছে ২৫ লাখ

নিজস্ব প্রতিবেদক

একটি প্রতারক চক্রের সদস্যরা ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষক পরিচয় দিয়ে হাজিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ২৫ লাখ টাকা। তবে শেষ রক্ষা হলো না। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের হাতে ধরা পড়েছে এ চক্রের হোতাসহ দুজন। গতকাল ফরিদপুর সদরের চর কমলাপুর এলাকা থেকে চক্রের হোতা সিরাজুল ইসলাম ওরফে শুভ (২৯) ও তার সহযোগী শরিফুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। জানা যায়, এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের কাছে ফোন করে চক্রের সদস্যরা বলত, আপনার হজ বাবদ জমা দেওয়া টাকা থেকে ৭৫ হাজার টাকা উদ্বৃত হয়েছে।

ওই টাকা ফেরত দিতে আপনার ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর দরকার। এভাবেই তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করত ওই চক্র।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্র জানায়, চলতি বছর সরকারি ব্যবস্থানায় যারা হজ পালনে গিয়েছিলেন তাদের মোবাইল নম্বরসহ তালিকা সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চক্রটি ওয়েবসাইটের তথ্য নিয়ে বিভিন্ন মোবাইল নম্বরে ফোন করে ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষক পরিচয় দেয়। একপর্যায়ে হজের উদ্বৃত টাকা ফেরত দেওয়ার কথা বলে তাদের ব্যাংকের ডেবিট, ক্রেডিট (মাস্টার/ভিসা) কার্ড নম্বর এবং সিভিসি/সিভিভি নম্বর সুকৌশলে সংগ্রহ করে। পরে এসব কার্ডের নম্বর ব্যবহার করে অবৈধ ট্রানজেকশন করতে চাইলে রিয়েল টাইমে ব্যাংকের সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে ওটিপি গ্রাহকের মোবাইলে চলে যায়। এ পর্যায়ে চক্রটি গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে জানায়- ব্যাংক থেকে আপনার কাছে আপনার আবেদন করা সিরিয়াল নম্বর পাঠানো হয়েছে। ওই নম্বরটি আমাদের জানান। ওই নম্বরটি এলে ট্রানজেকশনের স্বয়ংক্রিয় ওটিপি, যা ব্যবহার করে প্রতারকরা ওই গ্রাহকের টাকা হাতিয়ে নিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর