শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
করোনা পরীক্ষায় দুর্নীতি

খুলনা সিভিল সার্জনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (সদর) বিদেশগামীদের করোনা নমুনা পরীক্ষার ২ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের মামলায় আদালতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে দুদকের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান এ অভিযোগপত্র দাখিল করেন। এতে খুলনা জেনারেল হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস, রওশন আলী, ক্যাশিয়ার তপতী সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুরাদ হোসেন, সাবেক সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও বর্তমান সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদকে অভিযুক্ত করা হয়েছে। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি রশিদ বইয়ের বাইরে হাসপাতালে বুথে বুথে ডুপ্লিকেট রশিদ বই ব্যবহার করে ৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা আদায় করেছেন।

এর মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়েছেন ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা। বাকি ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসকে আসামি করে ২০২১ সালের ১৮ নভেম্বর দুদক আইনে মামলা হয়। পরে তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর