শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

খুলনায় মাদক নির্মূলে পুলিশের গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলা মাদকে সয়লাব হয়ে গেছে। ডুমুরিয়া, ফুলতলা, কয়রা উপজেলা মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিতি পেয়েছে। এতে বিভিন্ন অপরাধ মাথাচাড়া দিয়েছে। এ অবস্থায় মাদক নির্মূলে গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলছেন খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। তিনি বলেন, মাদক নির্মূল পুলিশের অন্যতম কাজ। মাদক বিক্রি বন্ধ, নতুন কোনো মাদকসেবী যেন তৈরি না হয় সেদিকে পুলিশের নজরদারি থাকবে। সবাই মিলে সামাজিক দায়-দায়িত্ব পালন করলে মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়া যাবে। গতকাল খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গঠনমূলক পর্যবেক্ষণ সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস.এম আল-বেরুনী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর