শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন আরও ৩৮ জনের

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে চোখের ছানি অপারেশন হলো আরও ৩৮ জন দুস্থ রোগীর। তারা সবাই কুষ্টিয়ার সদর উপজেলার বাসিন্দা। অপারেশনের পর আনন্দে আত্মহারা ইদ্রিস আলী বলেন, ৫-৭ বছর ধরে চোখের সমস্যায় ভুগছি। টাকার অভাবে অপারেশন করাতে পারিনি। অথচ এরা একদম বিনা পয়সায় চোখ ভালো করে দিল। সাজেদা খাতুন বলেন, টাকার অভাবে দুই বছর ধরে চোখের সমস্যায় ভুগছিলাম। আল্লাহ এদের ভালো করুক। এরা যেন সব সময় ভালো থাকে সেই দোয়া করি।

গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দিনব্যাপী এই ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুরে দোয়ারকাদাস আগরওয়ালা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্প থেকে বাছাই করা রোগীদের দ্বিতীয় ব্যাচের রোগীরা এবার সুযোগ পেয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই ক্যাম্পে প্রায় ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নেন। তার মধ্য থেকে ৩০০ জনকে চোখের ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এ প্রসঙ্গে বসুন্ধরা চক্ষু হাসপাতালের অবৈতনিক পরিচালক প্রফেসর ডা. মো. সালেহ আহমদ বলেন, দুস্থদের সেবায় সারা দেশে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২ হাজার ৫৫৫ জনের বেশি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও দোয়ারকাদাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব ক্যাম্প অনুষ্ঠিত হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. রুবিনা আক্তার ও ডা. মজুমদার গোলাম রাব্বি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর