শিরোনাম
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে ঘুষ নেওয়া কর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে নিজ দফতরে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার হওয়া রাজশাহীর কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সহকারী পরিচালক আমির হোসাইন। মহিবুল ইসলাম ভূঁইয়া রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৩ এর উপ-কর কমিশনার ছিলেন। ৪ এপ্রিল একজন চিকিৎসকের কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদক কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন তিনি। এ নিয়ে দুদক তার বিরুদ্ধে মামলা করে। পরে এনবিআর মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, চিকিৎসক ফাতেমা সিদ্দিকা রাজশাহী কর অঞ্চলের একজন নিয়মিত করদাতা।

তিনি সর্বশেষ গত বছর ২৯ ডিসেম্বর ২০২২-২০২৩ করবর্ষের আয়কর বাবদ ১১ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা কর দিয়েছেন। পরে কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়া তাকে ডেকে পাঠান এবং ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে তার আয়কর নথিটি আবার উন্মোচন করা হবে বলে হুমকি দেন। কিন্তু এই চিকিৎসক প্রথমে ঘুষ দিতে চাননি। তাই মহিবুল ইসলাম এই চিকিৎসকের আয়কর নথি আবার উন্মোচন করে নোটিস দেন। কর কর্মকর্তা চিকিৎসকের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ আনেন। এ কারণে ঘুষ দিতে রাজি হন ডা. ফাতেমা। কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়া তখন ডা. ফাতেমা সিদ্দিকার আয়কর নথিটি হালনাগাদ ও পুনরায় উন্মোচন মামলা নিষ্পত্তি করে দেবেন বলে মোট ৬০ লাখ টাকা ঘুষ চান। এর প্রথম কিস্তি বাবদ ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তিনি গ্রেফতার হন। তদন্ত কর্মকর্তা আমির হোসাইন জানান, মহিবুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় কমিশন। তাই সোমবার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর