সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ড্রাগন চাষে সাফল্য

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

ড্রাগন চাষে সাফল্য

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন প্রবাস ফেরত এ কে এম মহসিন। তার এ সফলতা দেখে স্থানীয় অনেকেই ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছেন। ড্রাগন ফল চাষ করে তার আর্থিক সচ্ছলতাও বেড়েছে। জানা গেছে, উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এ কে এম মহসিন দীর্ঘদিন সিঙ্গাপুরে চাকরি করে ২০১৮ সালে দেশে ফিরে আসেন। পরে তিনি ২০২১ সালে বাড়ির পাশে তার পরিত্যাক্ত পাঁচ কানি (১৫০ শতাংশ) জমিতে ড্রাগন ফলের বাগান করেন। প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করে তিনি জমিতে ৬ হাজার ড্রাগন ফলের চারা রোপণ করেন। প্রথম বছরেই তিনি প্রায় ১০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেন।

এ কে এম মহসিন জানান, চলতি মৌসুমের শুরুতেই তার বাগানে ১ হাজার ২০০ কেজি ড্রাগন ফল উৎপাদন হয়। স্থানীয় বাজারে এ ফলগুলো আড়াই লাখ টাকা বিক্রি করেন। তিনি বলেন, এ বছর তিনি প্রায় ২০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে বাগান থেকেই ২০০ টাকা কেজি দরে ড্রাগন ফল কিনে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, তিনি আশা করছেন এ বছরই বাগানে বিনিয়োগ করা টাকা তুলতে পারবেন। আগামী বছর থেকে ড্রাগন ফল বিক্রি করে লাভের মুখ দেখবেন। তিনি বলেন, তার সফলতা দেখে স্থানীয় অনেক তরুণই ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, আমরা ড্রাগন ফলের চাষি এ কে এম মহসিনকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি। ড্রাগন চাষ লাভজনক হওয়ায় ও মহসিনের সাফল্য দেখে এলাকার অনেক তরুণই বর্তমানে ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর