সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলার’ প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড় ৩০০ ফিট সড়কে এ কর্মসূচি পালন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সকাল সাড়ে ৮টা থেকেই উপজেলার ভুলতা, রূপগঞ্জ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, দাউদপুর, কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা খ  খ  মিছিল ৩০০ ফিট এলাকায় জড়ো হতে থাকেন। হোন্ডা, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বহর নিয়েও নেতা-কর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। বেলা ১১টার দিকে কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড় ৩০০ ফিট সড়কে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়ার নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ, তারিকুল ইসলাম মোগল, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু দাউদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, করিম পাঠান, সফিকুল ইসলাম সফিক, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মাঞ্জু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, কায়েতপাড়া  যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিল্লাল, গোলাকান্দাইল ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুদ ভুইয়া, থানা সাবেক যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাখায়াত হোসেন, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার, আওয়ামী মহিলা লীগের স্বপ্না আক্তার, মিনারা আক্তার মিনাসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৮ জুলাই মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত দেশে হামলা ভাঙচুর অগ্নিসংযোগসহ যে নৈরাজ্য করেছে তা জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চায় ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যেতে, যা কখনোই সম্ভব না।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর