সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
বিএনপির কর্মসূচি

সাত গাড়িতে আগুন, ২৪ গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির অবস্থান কর্মসূচির নামে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস এবং ২৪টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

গতকাল সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-২০১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে ৫ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ৯২ জন শ্রমিককে হত্যা করে। অতীতের ন্যায় আবারও তারা আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলীর পক্ষে যৌথ এই সংবাদ   বিজ্ঞপ্তিতে এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে এসব সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও যথোপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর