সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে কমল সূচক-লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে সূচকের পতন দিয়ে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এতে দুই বাজারেই সবকটি মূল্যসূচক কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৫৫টি প্রতিষ্ঠান দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৫টির। আর ১৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা কোম্পানি রয়েছে ২৬টি। আর দাম কমার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও বিমা কোম্পানির ২৪টি প্রতিষ্ঠান রয়েছে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমার দিনে ডিএসইতে  লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬২৬  কোটি ৮৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৭৭ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫০ কোটি ২৮ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭২টির এবং ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৮১ লাখ টাকা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর