সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গণ অধিকার পরিষদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। গতকাল পুরানা পল্টনে কার্যালয়ের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে রাত সাড়ে ৭টায় মশাল মিছিল শুরু করেন পরিষদের নেতা-কর্মীরা। পুরানা পল্টন কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুলিশের বাধা উপেক্ষা করে কিছু দূর এগিয়ে পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের সভাপতি নুরুল হক নূর বলেন, শনিবার বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনের আওয়ামী দালাল ও ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করেছে। আমাদের এই শান্তিপূর্ণ মিছিলেও পুলিশ উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে বাসে আগুন দিয়ে আমাদের নামে মামলার ষড়যন্ত্র করেছিল। তাই এখন থেকে প্রতিটি কর্মসূচিতে বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, শাকিলউজ্জামান প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর