মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সোহরাওয়ার্দী মেডিকেলে সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

সোহরাওয়ার্দী মেডিকেলে সাংস্কৃতিক উৎসব

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মেডিকেল শিক্ষার্থীদের সর্ববৃহৎ আয়োজন ‘ইউনিমেড ইউনিহেলথ অষ্টম এনডিএফ বিডি-শসোমেক জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ জুলাই এ অনুষ্ঠান হয়। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ যৌথভাবে এর আয়োজন করে। আয়োজনে সারা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তার, শিক্ষকসহ সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজনের প্রথম দিনে সকালের অধিবেশনে ছিল বর্ণাঢ্য র?্যালি। এরপর ৯টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিহেলথ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ‘ইউনিমেড ইউনিহেলথ অষ্টম এনডিএফ বিডি-শসোমেক জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩-এর সমন্বয়ক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এ এম সেলিম রেজা এবং আয়োজনের চিফ কনভেনর ডা. সুকন্যা প্রীতি ঊষা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এ কে এম শোয়েব।

এবারের আয়োজনে মেডিকেল সেক্টরে বিশেষ অবদানের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলমকে। প্রথম দিনের এ অনুষ্ঠানের প্রতিযোগিতা পর্বে ছিল বিতর্ক, কবিতা, আধুনিক ও দেশাত্মবোধক গান আর সমাপনী দিনে নৃত্য, অভিনয়, কুইজ, বারোয়ারি, ইংলিশ পাবলিক স্পিকিং, সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা ও চিকিৎসাবিষয়ক সেমিনার। এদিন সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা। সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর