মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ অব্যাহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মহাসমাবেশ ও ঢাকার প্রবেশমুখে অবস্থানের নামে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং বিশৃঙ্খলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন রূপগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের পক্ষে গতকাল উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড় এশিয়ান বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২৮ জুলাই মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থানের নামে বিএনপি-জামায়াত গাড়িতে আগুন, যানবাহনে হামলা ভাঙচুর অগ্নিসংযোগসহ দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করেছে, তা জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রূপগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীরা একত্রিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। সভা সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন, সার্বিক ব্যবস্থাপনায় বসুন্ধরা গ্রুপের  চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ। বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মাঞ্জু, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, সফিকুল ইসলাম সফিক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, কায়েতপাড়া যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল, গোলাকান্দাইল ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুদ ভুইয়া প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর