মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই

ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গতকাল সকালে বসিলা পশ্চিমাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ইউরোপ, আমেরিকাসহ পুরো বিশ্ব দাবানলে পুড়ছে। এর মূল কারণ পরিবেশের বিপর্যয় তথা গাছপালা কাটা ও খাল-বিল, নদী-নালা শুকিয়ে যাওয়া। আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের পাশাপাশি নদী-নালা, খাল-বিল সব কিছুই সমুন্নত রাখতে হবে। শুধু পুলিশ লাইনসে নয়, যেখানে একটু জায়গা থাকবে, সেখানে যেন সবাই গাছ লাগান। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর বিপর্যয় ঠেকাতে গাছের কোনো বিকল্প নেই। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, মুহা. আশরাফুজ্জামান, মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি করে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর