শিরোনাম
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চক্ষু হাসপাতালের চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মালামাল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। তারা হলেন- রবিউল ইসলাম ওরফে নবী, আরিফুল ইসলাম রাব্বী এবং এফ এম রেজাউল করিম। তাদের কাছ থেকে একটি লেজার মেশিন, একটি টিভি স্ক্যান মেশিন, একটি ওসিটি মেশিন এবং একটি স্লিপ ল্যাম্পো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা। সিআইডি সূত্র জানায়, গত ১৩ মে রাতে কিশোরগঞ্জ মডেল থানার লতিফাবাদ এলাকার হাসপাতাল থেকে চক্ষু পরীক্ষা ও অপারেশন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি চুরি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হলে তারা অভিযান চালিয়ে রবিউল ইসলাম ওরফে নবীকে শনিবার রাজধানীর মিরপুরের মণিপুর থেকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় প্রধান অভিযুক্ত আরিফুল ইসলাম রাব্বীকে মিরপুর থেকে এবং এফ এম রেজাউল করিমের পশ্চিম আগারগাঁও থেকে গ্রেফতার ও তাদের দখল থেকে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর