বুধবার, ২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ঢাকা ও রাজশাহীতে জেএমবি সদস্যসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও রাজশাহীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- ঢাকা থেকে গ্রেফতার জেএমবি সদস্য মো. মনোয়ার হোসেন এবং রাজশাহী থেকে গ্রেফতার অনলাইন প্রতারণা চক্রের সদস্য খোন্দকার মো. মাহবুবুর রশীদ ও মো. মিজানুর রহমান। গতকাল এসব তথ্য জানান এটিইউর এসপি (মিডিয়া) মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি বলেন, সোমবার রাতে ঢাকার ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে জেএমবির সদস্য মনোয়ারকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায়।  তিনি চট্টগ্রামের হাটহাজারী থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার চার্জশিটভুক্ত আসামি। বর্তমানে মামলাটি বিচারাধীন। তিনি প্রায় ১২ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মনাম ধারণ করে আত্মগোপনে ছিলেন।

তিনি জঙ্গিবাদের বিস্তার এবং রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এদিকে, সোমবার বিকালে রাজশাহীর বোয়ালিয়া এলাকা থেকে অনলাইন প্রতারণা চক্রের সদস্য মাহবুবুর ও মিজানুরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অনলাইনে অবৈধ ই-ট্রানজেকশন লেনদেন পরিচালনার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং অপরাধকর্মে ব্যবহৃত আনুষঙ্গিক বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধচক্র হিসেবে ‘এক্সপ্রেস অ্যাপ’ ব্যবহার করে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করতেন। পরবর্তীতে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে ওই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করে নিজেদের লভ্যাংশ রেখে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর